আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লকডাউন জোরদার করার জন্য ইরানে সেনা নামানোর দাবি স্বাস্থ্যমন্ত্রীর

লকডাউন জোরদার করার জন্য ইরানে সেনা নামানোর দাবি স্বাস্থ্যমন্ত্রীর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউনের দাবি জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। লকডাউন কঠোরভাবে পালনের জন্য সেনা মোতায়েনেরও অনুরোধ করেন তিনি। ইরানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে বৃহস্পতিবার চিঠি লিখে এ অনুরোধ জানান সাইদ। রোববার দেশটির গণমাধ্যমে এ চিঠির খবর প্রকাশ করা হয়। চিঠিতে তিনি লিখেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে। অনতিবিলম্বে আমাদের সংক্রমণ কমিয়ে আনতে হবে। দেশটিতে করোনার পঞ্চম ঢেউ আঘাত হেনেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এবারের ধাক্কা আরও বেশি ভয়ংকর ও সর্বনাশা হতে পারে। দেশে হাসপাতালের সংকট না থাকলেও স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দেবে। এর আগেও গত সপ্তাহে দেশটির ৬৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এবং বিভাগীয় প্রধানরা সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে চিঠির মাধ্যমে লকডাউন জারি করার অনুরোধ জানান।