হঠাৎ ঝলসে উঠল তিন ব্যাংক
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারের তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে সবচেয়ে বেশি উত্থান দেখা গেছে ব্যাংক খাতে। অনেকদিন পর ব্যাংক খাতের এমন রমরমা ভাব লক্ষ্য করা গেছে। আজ এই খাতে বাড়তে দেখা গেছে ৯৭ শতাংশ বা ৩০টি ব্যাংকের শেয়ার দর। কোন ব্যাংকের শেয়ার দর না কমলেও অপরিবর্তিত রয়েছে মাত্র একটি ব্যাংকের শেয়ার দর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সজচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে আইএফআইসি ব্যাংকের। আজে এই ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৮.১৫ শতাংশ বা ১.১০ টাকা। আজ হঠাৎ ব্যাংকটির শেয়ার দর এক পর্যায়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায়ও লেনদেন হয়। এদিন ব্যাংকটি লেনদেন করেছে মোট ৮২ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার। এতে করে ব্যাংকটি ডিএসইতে লেনদেনে শীর্ষ দশের মধ্যে উঠে আসে। আজ ব্যাংটির মোট শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি ৬৯ লাখ ৭০ লাখ ৪৩১টি। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়।
ব্যাংক খাতে শেয়ার দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩.৬৮ শতাংশ বা ৫০ পয়সা। এদিন ব্যাংকটি মোট লেনদেন করেছে ১১ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার। লেনদেন হয়েছে ৮৩ লাখ ৯২ লাখ ৭৬৭টি শেয়ার। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। ব্যাংক খাতে শেয়ার দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবি ব্যাংক লিমিটেড। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩.৬৫ শতাংশ বা ৫০ পয়সা। এদিন ব্যাংকটি মোট লেনদেন করেছে ১১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। লেনদেন হয়েছে ৮৩ লাখ ১০ লাখ ৭৯৭টি শেয়ার। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ টাকা ২০ পয়সা।
এছাড়াও ব্যাংক খাতের আজ শেয়ার দর বেড়েছে সবগুলো প্রতিষ্ঠানের। শুধুমাত্র একটি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর অপরিবর্তিত থাকা ব্যাংকটি হচ্ছে মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।