আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সর্বোচ্চ উচ্চতায় ডিএসইর সূচক

সর্বোচ্চ উচ্চতায় ডিএসইর সূচক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২১ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ​আগের কার্যদিব মঙ্গলবারের মতো আজ বৃহস্পতিবারও (০৫ আগস্ট) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার ছয়শত পয়েন্টের কাছাকাছি পৌঁছেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৯৬.০৭ পয়েন্টে। সূচকটি চালুর পর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। আজ লেনদেন শেষে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৭৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩৯.৩৪ পয়েন্টে এবং দুই হাজার ৩৮৫.৮৯ পয়েন্টে। আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৯৭ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকার। আজ ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪২টির বা ৬৪.৭১ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৩টির বা ২৭.৫৪ শতাংশের এবং ২৯টির বা ৭.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৮.৩৩ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৬টির দর বেড়েছে, কমেছে ৯৫টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে