হংকংয়ের বাসিন্দাদের জন্য বাইডেনের ‘নিরাপদ আশ্রয়’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : হংকংয়ের যেসব বাসিন্দা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের কিছুদিনের জন্য ‘সেইফ হেভেন’ বা ‘নিরাপদ আশ্রয়’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, চীন হংকংয়ের ‘স্বাধীনতা ক্ষুণ্ন করায়’ শহরটি ছেড়ে আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৮ মাস পর্যন্ত থাকার অনুমতি দেবে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাইডেনের এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে থাকা হংকংয়ের লাখো বাসিন্দা উপকৃত হবেন। এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তারা এটাকে হংকং-এর অভ্যন্তরীণ বিষয়ে নাকগলানো বলে মন্তব্য করেছে।
চীন হংকংয়ের ওপর গত বছর নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার পর যুক্তরাজ্যের সরকারও শহরটির বাসিন্দাদের (যুক্তরাজ্যে) বসবাস ও পরবর্তীতে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘পররাষ্ট্র নীতির স্বার্থেই’ হংকংয়ের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এটাতে (হংকং) এখনও যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমুহ টিকে আছে, চীন সেগুলোকে দুর্বল করে দিচ্ছে; প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সীমিত করে আনছে এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করতে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।’
এ সময় তিনি হংকংয়ে নতুন নিরাপত্তা আইনে সরকারবিরোধী রাজনীতিক ও গণতন্ত্রপন্থি আন্দোলনকারীসহ শতাধিক ব্যক্তিকে আটকের ঘটনার দিকেও আঙুল তুলেন। ওয়াশিংটনে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ মার্কিন প্রশাসনের এ পদক্ষেপে কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সত্যকে উপেক্ষা ও বিকৃত করছে এবং মোটাদাগে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকং কার্যালয় বলছে, যুক্তরাষ্ট্র ‘চীনের বিরোধীতা করা এবং শহরজুড়ে সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে।’
তবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী হংকংয়ের গবেষক ম্যাগি শাম বাইডেন প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে হংকংয়ের অনেক শিক্ষার্থীই শহরটি ছেড়ে এসেছিল, অনিশ্চয়তা ছিল তাদের ফেরা নিয়েও। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি আনন্দিত এবং বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আমাদের ত্যাগ করেনি।’
হংকংয়ে বিক্ষোভ
প্রেসিডেন্ট বাইডেনের এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে থাকা হংকংয়ের প্রায় এক লাখ বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করছেন ওয়াশিংটনভিত্তিক হংকং ডেমোক্রেসি কাউন্সিরের স্যামুয়েল চু। মার্কিন সরকারের দেয়া তথ্যে জানা যায়, ২০১৯ সালে হংকং থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১ লাখ ৫৫ হাজার বাসিন্দা। ২০২০ সালে এ সংখ্যা ২৩ হাজার। এরা সবাই পর্যটন ভিসায় এসেছিলেন।