আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রীমঙ্গলে এক ইউপি সদস্যকে কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রীমঙ্গলে এক ইউপি সদস্যকে কারাদণ্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রীমঙ্গলে এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভুনবীর, সাতগাঁও চৌমুহনা, ভুনবীর চৌমুহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও পরে আলিশারকুলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করা ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালু জব্দ করা হয়।
এ ছাড়া ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই এলাকা থেকে দুটি শ্যালোমেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ অপরাধের সঙ্গে যুক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।