সুস্থতার সংখ্যা সাড়ে ১৮ কোটি ছাড়াল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২১ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : মহামারি করোনাভাইরাসের তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত রয়েছে। দিনকে দিন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩০০ জনের প্রাণ নিয়েছে করোনা। একই সময়ে সাত লাখ ১৬ হাজার ৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৬ লাখ এক হাজার ৩৯২ জন। শুক্রবার (১৩ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৫২৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৪৮ হাজার ৮৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৫১২ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭২ লাখ তিন হাজার ৬৪৯। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৯৭ হাজার ৮৯৮ জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৩১৮ জন।
তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ৮৫ হাজার ৬৭। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৬৬ হাজার ৯৮৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৬১৩ জন। আর আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।