আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগান পতাকা গালে এঁকে মাঠে নামলেন রশিদ খান

আফগান পতাকা গালে এঁকে মাঠে নামলেন রশিদ খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২১ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তালেবান যখন গত রোববার কাবুলের দখল নিয়ে নিয়েছিল, তখন আফগানিস্তানে থাকা নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ খান। দেশটাতে শান্তি বজায় রাখতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিশ্বনেতাদের কাছে। গত পরশু আফগানিস্তানের স্বাধীনতা দিবসেও রশিদ যে টুইট করেছিলেন, সেটির মূল কথা ছিল—শান্তিপূর্ণ, উন্নতি করতে থাকা ও একজোট হয়ে থাকা একটা আফগানিস্তানের স্বপ্ন। রশিদ কাল আফগান চেতনা ছড়িয়ে দিলেন ইংল্যান্ডে চলতে থাকা ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ। টুর্নামেন্টে ছেলেদের অংশের এলিমিনেটরে কাল রশিদের দল ট্রেন্ট রকেটস মুখোমুখি হয়েছিল সাউদার্ন ব্রেভের। এই আফগান লেগ স্পিনার ম্যাচে ব্যাট-বল হাতে আলো ছড়াতে পারেননি, তাঁর দলও হেরেছে। তবে তালেবান-আফগানিস্তান খবরের ধারায় এই ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রশিদ খানের অনুচ্চারিত বার্তা। ম্যাচে রশিদ খান নেমেছেন গালে আফগানিস্তানের পতাকা এঁকে।
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই আফগানিস্তান দখল করে নিয়েছে তালেবান সেনারা। দেশটা কীভাবে চলবে, তালেবান শাসনে আফগানিস্তানের রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক চেহারা কেমন হবে, নারীদের কেমন মর্যাদায় রাখা হবে—সেসব নিয়ে আলোচনা-শঙ্কা তো তালেবান আফগানিস্তানের দখল নিয়ে নেওয়ার পর থেকেই চলছে। মানুষের নিরাপত্তা নিয়েও শঙ্কা আছে। অনেকেই আফগানিস্তান ছাড়তে চাইছেন।
এমনকি যুক্তরাষ্ট্রের বিমানে চড়ে আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টায় অনেকে উড়োজাহাজের চাকা, ডানায়ও ঝুলে পড়েছেন, যদিও সেটির অর্থ নিশ্চিত মৃত্যুই ছিল। এর মধ্যেই খবর এসেছে, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে (চাকা) চড়ে আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টায় প্রাণ হারানোদের মধ্যে একজন ছিলেন আফগানিস্তানের বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জাকি আনওয়ারি! এসবের মধ্যে ক্রিকেট সেখানে পেছনের পাতার ব্যাপার হলেও আলোচনায় ঠিকই আছে। আলোচনায় আছেন রশিদ খানও।