আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ২৪ বছর পর একসঙ্গে মৌসুমী ও আহমেদ রুবেল

২৪ বছর পর একসঙ্গে মৌসুমী ও আহমেদ রুবেল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২১ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘দেশান্তর’। এটি নির্মাণের মধ্য দিয়ে প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন আশুতোষ সুজন। সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আর তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল।

সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। তিনি বলেন, দেশপ্রেমের গল্প এটা। আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। কারণ, এটা ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জ।

মৌসুমী জানালেন, সর্বশেষ ১৯৯৭ সালে একটা সিনেমায় আহমেদ রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সে হিসেবে তারা দুজন ২৪ বছর পর একত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ দুই অভিনয়শিল্পীকে নিয়ে ঢাকার নিকেতনে কয়েক দিন মহড়াও করেছেন সুজন। বছর সাতেক আগে এই পরিচালকের টেলিছবি ‘আমি নায়কের বন্ধু’তে অভিনয় করেছিলেন মৌসুমী।

মৌসুমী বললেন, ‘গল্পটা শুনেই ভালো লেগে যায়। ভাবনাটা খুব সুন্দর। চরিত্রটিও বেশ মনে ধরেছে। এই ধরনের গল্পে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দও আছে। আমার বিশ্বাস, ঠিকঠাক শুটিং করে ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে পারলে সবার ভালো লাগবে।’

মৌসুমী ও আহমেদ রুবেল ছাড়া এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ইয়াশ রোহানের অভিনয়ের কথা রয়েছে।