আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ৭০০০ পয়েন্টের মাইলফলক ছাড়াল প্রধান সূচক

৭০০০ পয়েন্টের মাইলফলক ছাড়াল প্রধান সূচক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১ , ৭:৪০ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫২ পয়েন্টে, যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হয়েছিল। এ ছাড়া অপর দুটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ডিএসই ৩০ সূচক আজ ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৮ পয়েন্টে। আজ ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে লেনদেনও বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৬৮ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি ৭ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৪৭৪ কোটি টাকার। আজ ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড, আইএফআইসি, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড ও জিপিএইচ ইস্পাত।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এডিএন টেলিকম লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল, ডমিনেজ স্টিল, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল, অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ফুডস ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৫ পয়েন্ট। অবস্থান করছে ২ হাজার ৫৬৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।