তফসিল ঘোষণা: বিসিবির নির্বাচন ৬ অক্টোবর
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরপুর স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে। যদিও নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে। সবকিছু ঠিক থাকলে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সংগঠকরাই আবারও বিসিবির পরিচালক হয়ে আসছেন। ভোটের আভাস তাই নেই। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পরিচালক হতে চাইলে রাজশাহীতে ভোটের লড়াই হতে পারে। এ বিভাগের একটি পরিচালক পদে লড়তে পারেন বর্তমান পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী ও পাইলট। আর নির্ধারিত সময়ের আগে সমঝোতা হয়ে গেলে ভোট হবে না। এছাড়া অন্য কোথাও নির্বাচনের সম্ভাবনা নেই।
বুধবার (২২ সেপ্টেম্বর) পরিচালকদের সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুটি পদে পরিচালক হয়ে আসছেন জেষ্ঠ্য সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস। ক্লাব ক্যাটাগরি-২’র ১২ পরিচালক পদে এগিয়ে নাজমুল হাসান পাপন, মাহবুবুল আনাম, এনায়েত হোসেন সিরাজ, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মুর্তজা, ইফতেখার হোসেন মিঠু, ফাহিম সিনহা, ওবায়েদ রশীদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী ও মাসুদুজ্জামানের নাম।
জেলা-বিভাগ ক্যাটাগরি-১ থেকে ১০ পদের রাজশাহী বিভাগ ছাড়া ৯টিতে আকরাম খান, আজম নাসির, শেখ সোহেল, নাঈমুর রহমান দুর্জয়, কাজী ইনাম, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, তানভির আহমেদ টিটু, আলমগীর খান আলোর আসা প্রায় নিশ্চিত। ক্যাটাগরি-৩ থেকে খালেদ মাহমুদ সুজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হতে যাচ্ছেন। শেষ মুহূর্তে পরিচালক পদে কিছু পরিবর্তনের গুঞ্জনও রয়েছে। মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার পরই বিষয়গুলো দৃশ্যমান হবে। বুধবার সন্ধ্যার পর খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি শেষে শুক্রআর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ২৪ ও ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ২৭ সেপ্টেম্বর দাখিল করতে হবে মনোনয়নপত্র। বাছাই, আপিল শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ সময় ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা। ই-ব্যালট প্রস্তুত হওয়ার পর ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।