রুয়ান্ডা গণহত্যার হোতা থিওনেস্টের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২১ , ২:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : রুয়ান্ডা গণহত্যার ‘হোতা’ থিওনেস্টে বাগোসোরা মারা গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। ১৯৮৪ সালে রুয়ান্ডায় ৮ লাখ মানুষকে হত্যার হোতা বলে পরিচিত কথিত সেনাবাহিনীর সাবেক এই কর্নেল।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার মালির একটি কারাগারে অন্তরীণ অবস্থায় তার মৃত্যু হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তৎকালীন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে আজীবন কারাদণ্ড দিয়েছিল। পরে শাস্তি কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। মালির কারাগারে সেই দণ্ডই ভোগ করছিলেন তিনি।
পরিচয় প্রকাশ না করার শর্তে মালির কারা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, ৮০ ওপরে বয়স হয়েছিল তার। গুরুতর অসুস্থ ছিলেন, হার্টে সমস্যা ছিল। বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। আজ একটি ক্লিনিকে তার মৃত্যু হয়েছে।