আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৯ শতাংশ মানুষ

টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৯ শতাংশ মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  দেশে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছে মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট টিকাদানের ১৪ শতাংশই হয়েছে মঙ্গলবার এক দিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ কার্যক্রমের আওতায় ৭৫ লাখসহ ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা আসে। তবে লক্ষমাত্রা অর্জন করতে পারেনি।

গত মঙ্গলবার বিশেষ কার্যক্রমে ঢাকার অনেক কেন্দ্রেই টিকাদানের গতি ছিল খুবই কম। সব মিলিয়ে ১৭৬ কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে মোট ৯১ হাজার ২৫০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে মাত্র ৭৬ হাজার ৪৭৭ জনকে। গড়ে প্রতি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে মাত্র ৪৩৪ জনকে। কয়েকটি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে ৫০-১০০ জনের মধ্যে। বেশির ভাগ কেন্দ্রেই ছিল ২০০-৫০০ জনের মধ্যে। এমনকি চারটি কেন্দ্রে টিকার প্রথম ডোজ নিয়েছে যথাক্রমে ৫০, ৭৭, ৮৯ ও ৯৯ জন করে। সাতটি কেন্দ্রে টিকার প্রথম ডোজ নিয়েছে ১০০-২০০ জনের মধ্যে।

মঙ্গলবার পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে চার কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে তিন কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জনকে। প্রথম ডোজ পেয়েছে মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ। আর দুই ডোজ মিলে মোট টিকার ১৪ শতাংশ বা ৬৭ লাখ ৫৫ হাজার জনকে দেওয়া হয়েছে গত মঙ্গলবার এক দিনে। ওই দিন শুধু প্রথম ডোজই পেয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন।

জনসংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি টিকা পেয়েছে রাঙামাটি জেলার মানুষ। যেখানে মোট সাত লাখ ১৭ হাজার মানুষের মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছে ২৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২১ শতাংশ মানুষ। বিভাগ হিসাবে সর্বোচ্চ ২০ শতাংশ মানুষ টিকা পেয়েছে ঢাকা বিভাগে। এর পরই ১৮ শতাংশ করে পেয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের মানুষ। সব চেয়ে কম দেওয়া হয়েছে সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম ডোজের তুলনায় সবচেয়ে বেশি ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। এর পরেই ৬৭ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে, ৬৬ শতাংশ করে পেয়েছে খুলনা ও ময়মনসিংহ বিভাগের মানুষ, ৬৪ শতাংশ পেয়েছে বরিশাল বিভাগে এবং ৫৭ শতাংশ পেয়েছে রংপুর বিভাগের মানুষ।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার টিকা দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৪৮ হাজার ১৫১ জন। দুই দিনে মোট ৮০ লাখ ৯৯ হাজার ২১৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে টিকা দেওয়া হয়েছে চার কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন ও দুই ডোজ নিয়েছেন এক কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন।