আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হবিগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান

হবিগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ২:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’। জেলা তথ্য অফিসের আয়োজনে গত বুধবার দুপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর সঞ্চালনায় ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা খাতুন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ক্ষুদে শিক্ষার্থী নওরিন শশির প্রাণবন্ত বক্তব্য সকলকে অভিভূত করে। শুরুতে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।