আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন না ফেরার দেশে ‘নটু কাকা’ খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক

না ফেরার দেশে ‘নটু কাকা’ খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২১ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   জনপ্রিয় হিন্দি টেলিভিশন সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র ‘নটু কাকা’ খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। সোমবার (৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতার মৃত্যুর খবর জানান ‘তারক মেহেতা’র প্রযোজক অসিত কুমার মোদি।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই ক্যানসার আক্রান্ত ছিলেন অভিনেতা ঘনশ্যাম নায়েক। মাঝে শ্যুটিং থেকেও নিয়েছিলেন সাময়িক বিরতি। মাত্র ৭ বছর বয়সে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন ঘনশ্যাম।

১৯৬০ সালে ‘মাসুম’ ছবিতে তাকে দেখা গিয়েছিল শিশুশিল্পীর ভূমিকায়। ১০০-র বেশি গুজরাটি ও হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। যার মধ্যে অন্যতম ‘হাম দিল দে চুকে সনম’, ‘তেরে নাম’, ‘চোরি চোরি’, ‘খাকি’। ‘তারক মেহেতা কা উলটা চশমা’য় নিজের অভিনয়ের দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছিলেন ঘনশ্যাম। নটুকাকা ছাড়া দর্শক কল্পনা করতে পারত না একটা এপিসোডও।