আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জাপানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন ফুমিও কিশিদা

জাপানের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন ফুমিও কিশিদা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২১ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা। আজ সোমবার (৪ অক্টোবর) তিনি দেশটির ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে জাপানের পার্লামেন্টের উভয় হাইজে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। তার মন্ত্রীসভার সদস্যদের নাম আজই ঘোষণা করা হতে পারে। ৬৪ বছর বয়সী এই নেতাকে কঠিন কয়েকটি ইস্যুর সম্মুখীন হতে হবে। যার মধ্যে অন্যতম, করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা। করোনা মোকাবিলায় জনমত জরিপ হ্রাসের কারণে পদত্যাগ করেছেন আগের প্রধানমন্ত্রী ইয়েযোশিহিদে সুগা। তিনি মাত্র এক বছর এ পদে ছিলেন।