আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মায়ারজালে নূসরাত

মায়ারজালে নূসরাত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২১ , ১১:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : নতুন একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন মডলে-অভিনেত্রী নূসরাত জাহান জিমু। গানটি গেয়েছেন সময়ের আলোচিত কন্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। ‘মায়ারজাল’ শিরোনামের গানটির কথা লিখেছেন আবুল হোসেন। সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গানটি বাজারে আসবে ‘স্বর্ণা টিভি’র ইউটিউব চ্যানেলে। নূসরাতের সাথে গানটিতে তার হিরো ছিলেন আরেক জনপ্রিয় মডেল আনান খান।

এমনটাই জানালেন নূসরাত। বললেন, গানটির কথা-সুর ও মিউজিক খুবই ভালো। সানি ভাই অসাধারণ গেয়েছেন। সানি ভাইয়ের গানে এই প্রথম কাজ করলাম। সত্যিই আমার ভালো লাগছে। পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি স্বার্ণা টিভির কর্ণধার শাকিল ভাইকে। এমন একটি সুন্দর কাজের সাথে আমাকে রাখার জন্য।
উল্লেখ্য- ‘মায়ারজাল’ সানি আজাদের ৩৫তম মৌলিক গান।