আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ৪ কোটি রুপিতে রাজি হলেন নয়নতারা

৪ কোটি রুপিতে রাজি হলেন নয়নতারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২১ , ৫:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা নয়নতারা। বেশ কিছু নারী কেন্দ্রীক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। গেল অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো যে, তিনি মোহন রাজা পরিচালিত ‘গডফাদার’ সিনেমায় অভিনয় করবেন।

পারিশ্রমিক বনিবনা না হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি, এমন গুঞ্জন ভেসে ভেড়িয়েছিল। সব দোলাচলের অবসান ঘটিয়ে ছবিতে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন নয়নতারা। নয়নতারা পারিশ্রমিক ৪ কোটি চেয়েছিলেন, প্রযোজক এতে সম্মতি জানান এবং নয়নতারাও রাজি হন।

জানা গেছে, ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। এছাড়াও এতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন সত্যদেব। আরও অভিনয় করবেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফসহ অনেকে।