আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথি তালিকায় কাটছাঁট!

ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথি তালিকায় কাটছাঁট!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২১ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :    গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সব ঠিকঠাক থাকলে আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে বসবে বিয়ের আসর। হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পাচ্ছেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সে তালিকাও যে যথেষ্ট লম্বা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে ভি-ক্যাটের বিয়েতে নাকি বাদ সাধছে ‘ওমিক্রন’। পরিস্থিতির কথা মাথায় রেখে আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট করা হচ্ছে।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে ভি-ক্যাটের বিয়ের অতিথিদের ভিড় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ওয়েডিং প্ল্যানাররা। ভিকি-ক্যাটরিনা চেয়েছিলেন তাদের সমস্ত সহ-অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের বিয়েতে আমন্ত্রণ জানাবেন। তবে ‘ওমিক্রনে’র ধাক্কায় পরিকল্পনা বাতিলের পথে ভি-ক্যাট। শোনা যাচ্ছে, জয়পুরে রীতি মেনে বিয়ের আগেই নাকি বাণিজ্যনগরীতে আইনি বিয়ে সারবেন তারকা জুটি।