জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত হলেন মাশরুর মওলা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২১ , ৫:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। বর্তমান সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করছে। বর্তমানে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন হুসেইন মুহাম্মদ এরশাদ’র আপন ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের। সর্বশেষ দলের নবম কাউন্সিলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
কাউন্সিলের ধারা ১২ এর ৩ উপধারা অনুযায়ী কূটনৈতিক পাড়ায় বিশেষ পরিচিত ব্যক্তিত্ব মাশরুর মওলাকে চেয়ারম্যানের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। মাশরুর মওলা তার অনুভূতিতে বলেন, আমি দীর্ঘদিন বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিকদের সাথে সুসম্পর্ক স্থাপনে কাজ করে আসছি। আশা করি মাননীয় চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে পারব।