যুক্তরাষ্ট্রে বেড়েছে পোশাক রপ্তানি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২১ , ৫:২৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প রপ্তানিতে ২৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) যুক্তরাষ্ট্রে ৫৬৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা,যা দেশীয় মুদ্রায় ৪৮ হাজার ৩৬৫ কোটি টাকার সমান। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) সম্প্রতি এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে পৌনে ২৭ শতাংশের মতো।
মহামারি করোনা পরিস্থিতির উন্নতি হতেই যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কেনাকাটা বাড়তে শুরু করেছে।আসন্ন বড়দিন উপলক্ষেও কেনাকাটা বাড়ছে দেশটিতে। এসব কারণে দেশটির ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান পোশাকের ক্রয়াদেশ পাল্লা দিয়ে বাড়ায়। যে কারণে দেশটির বাজারে বাংলাদেশ থেকে পোশাকা রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। অটেক্সার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সামগ্রিকভাবে পোশাক আমদানি যে হারে বাড়িয়েছেন, সেটিকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশের রপ্তানি। তাতে প্রথমবারের মতো দেশটিতে ১ বছরে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলারের পোশাক রপ্তানির মাইলফলক অর্জনের সম্ভাবনা রয়েছে।