আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে নাজকের ‘খেলবো খেলা’

আসছে নাজকের ‘খেলবো খেলা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২১ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী নাজক। ‘খেলবো খেলা’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন দেওয়ান শহীদ। মিউজিক করেছেন শামীম আশিক । সম্প্রতি গানটির মিউজিক ভিডিও’র শুটিং শেষ হয়েছে। ভিডিওতে মডেল ছিলেন আনান খান, নওমি, সম্রাট, এনি। ক্যামেরায় ছিলেন খলিল শেখ। গানটির কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন – নূত্য পরিচালক মাইকেল বাবু রতন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেন স্বপন আহমেদ জয়। অচিরেই গানটি বাজারে আসবে ‘এ এন এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে। এমনটাই জানালেন শিল্পী।

বললেন, এবারের গানটির কথা-সুর ও মিউজিক খ্বুই সুন্দর। গানের ভিডিওটি চেষ্টা করা হয়েছে ভালো কিছু করার। এবারের গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।