আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি করোনা আক্রান্ত বিএনপি নেতা বুলু

করোনা আক্রান্ত বিএনপি নেতা বুলু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২১ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিন ধরে সর্দি-কাশিসহ শরীরে কিছু লক্ষণ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বাবার করোনা পজিটিভ এসেছে। ভয়ের কিছু নেই।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ শুক্রবার নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি।

তবে বরকত উল্লাহ বুলু জানান, নোয়াখালীর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের খালেদা জিয়ার মুক্তির সমাবেশে যোগ দিতে টেলিফোনে নানাভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক খোঁজ খবরও রাখছেন তিনি। এর আগে গত বছর নভেম্বরে বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন।