আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২২ , ৬:২৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। বর্তমানে যে মূল্য আছে, তা-ই থাকবে। ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি চলতি সপ্তাহে প্রতি লিটারে আট টাকা দাম বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আজ সচিবালয়ে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী মঙ্গলবার দুটি পরিশোধন কারখানা পরিদর্শন করা হবে। এরপর দাম নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে ভোজ্যতেলের অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। বর্তমানে ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। দাম বাড়িয়ে তা ১৬৮ টাকা করতে চান ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের এই দাবির সপক্ষে বৈঠক থেকে সমর্থন দেওয়া হয়নি।