আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সাইফুল বারী’র কথায় আসছে ‘অন্তর পুড়ে’

সাইফুল বারী’র কথায় আসছে ‘অন্তর পুড়ে’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৪:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবারের ‘অন্তর পুড়ে’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার সাইফুল বারী। গানটির সুর ও সঙ্গীত করেছেন হালের ব্যস্ততম সুরকার ও সঙ্গীত পরিচালক আল আমিন খান। অচিরেই একটি ভিডিওসহ গানটি বাজারে আসবে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন সানি।

বললেন, এর আগেও আল আমিন ভাইয়ের সুরে একটি কাজ করেছিলাম। তবে এবারই প্রথম ওনার সুর-সঙ্গীতে কাজ করেছি। আল আমিন ভাইকে সবাই বিরহের গানের মানুষ ভাবলেও প্রথম তিনি ব্যাতিক্রমী একটি সুর এবং মিউজিক করেছেন। আশা করছি; গানটি সবার ভালো লাগবে।

আল আমিন খান বলেন, সানি ভাই গানটি অসাধারণ গেয়েছেন। আমি এবার চেষ্টা করেছি ভিন্নধারার একটি মিউজিক শ্রোতাদের উপহার দিতে। আমার বিশ্বাস গানটি ভালো সাড়া ফেলবে।

সাইফুল বারী বলেন, সানি ভাইয়ের সাথে প্রথম কাজ। এটা আমার কাছে অনেক ভালো লাগার। গানটি অনেক ভালো গেয়েছেন সানি ভাই।