আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অভিনেত্রী শাবনাজ করোনায় আক্রান্ত

অভিনেত্রী শাবনাজ করোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২২ , ২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী শাবনাজ। গতকাল শনিবার পরীক্ষায় তার দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাইম।

নাইম জানান, ‌‘শাবনাজ এখন বাসাতেই সবার থেকে আলাদা আছেন। গতকাল জ্বর ছিল। তখনই পরীক্ষা করে দেখি, কোভিড পজিটিভ। সে ডাক্তারের পরামর্শ মেনে চলছে।’ এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক সবাইকে সাবধানতা অবলম্বন ও মাস্ক ব্যবহার করার অনুরোধও করেছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমায় জুটি হয়ে সবার সামনে আসেন নাইম-শাবনাজ। এরপর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তারা।

রোমান্টিক জুটি হিসেবে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে আছেন সিনেপর্দা থেকে দূরে। টাঙ্গাইলে নিজেদের বাড়িতেই নিজেদের মতো করেই সময় পার করেছেন এই দম্পতি।

advertisement