ওমিক্রনের অন্তত তিন উপ-ধরন মিলেছে ঢাকায়
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২২ , ৫:৩৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : ঢাকা শহরে করোনার নতুন ধরন ওমিক্রনের অন্তত তিনটি উপ-ধরন (সাব টাইপ) পাওয়া গেছে। যে তিনটি উপ-ধরন মিলেছে সেগুলোর সাথে আফ্রিকান, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে মিল রয়েছে। সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স গবেষণায় এমন তথ্যই মিলেছে বলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। সোমবার (২৪ জানুয়ারি) প্রতিষ্ঠানের এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।
গবেষণায় আক্রান্তদের সঙ্গে কথা বলে তথ্য যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত ২৯ জনের মধ্যে ২৭ জনের মৃদু উপসর্গ কিংবা কোনও উপসর্গও ছিল না। ২৪ জন টিকার দুই ডোজ নিয়েছিলেন, বুস্টার ডোজ নিয়েছেন একজন। একজন শুধু একদিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।