আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিপুণের সব অভিযোগের জবাব দিলেন জায়েদ

নিপুণের সব অভিযোগের জবাব দিলেন জায়েদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২২ , ৪:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নানা বিষয় তুলে ধরতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ। সেখানে জায়েদ খানের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। শুধু তাই নয়, সেখানে বলা হয়, কাঞ্চন-নিপুণ-রিয়াজদের হারানোর জন্য নানা অপকৌশল অবলম্বন করেছেন জায়েদ। নিপুণের অভিযোগগুলোর প্রসঙ্গে যোগাযোগ করা হয় জায়েদ খানের সঙ্গে। এসব অভিযোগের বিষয়ে এই অভিনেতা আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমি যতবারই নির্বাচনে দাঁড়াব ততবারই জিতব। আর টাকা দিয়ে ভোট কেনার প্রশ্নই আসে না। সদ্য নির্বাচিত এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমি কেন জিতব এটা অনেকের মাথাব্যথার বিষয়। আমি তো জিতবই, কারণ করোনাকালে আমি শিল্পীদের জন্য যেসব কাজ করেছি, তারাই আমাকে ভোট দিয়েছে। আর মহামারির সময় শিল্পীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো।’

তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে জায়েদ খান বলেন, ‘আমার যেসব স্ক্রিনশট ছড়ানো হয়েছে, সেসব নির্বাচনের আগের দিনই আমার হাতে এসেছে। সেই স্ক্রিনশট বানানো হয়েছে আমার একটা আইডি ক্লোন করে। আপনারা দেখবেন আমার নামের পাশে ছবি আছে, কিন্তু যে ব্যক্তির সঙ্গে কথোপকথন হচ্ছে তার নাম ও ছবি নেই। আমি কার সঙ্গে কথা বলছিলাম? এটা একটা সুপার এডিটেড স্ক্রিনশট। আমি মামলা করব। তথ্যসন্ত্রাস, এই শব্দটা লিখে রাখেন। আমার বিরুদ্ধে তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে।’

ভোট কেনার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘আপনারা কিভাবে ভাবেন মুনমুনের মতো অভিনেত্রীর কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় ভোট কিনব? আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তার হাতে একটা কালো মাস্ক রয়েছে, সেটা ব্যাগে রেখেছেন। আর এবার যেহেতু সিল মারতে হবে, তাই আমি যে ভাঁজ করা ব্যালট পেপার দিয়েছিলাম, সেটা খুলে দেখিয়ে দিচ্ছিলাম পুরো প্যানেলে সিল মারতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম, সেখানে দাঁড়ানো যদি আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে আমার পাশে দাঁড়িয়েছিলেন ফেরদৌস ভাই। তার পাশে যাদু আজাদ, আমার পেছনে জেসমিন ও শাহনূর আপা। সামনে সাইমন ও ইমন ছিল। তাদের প্যানেলের এতগুলো মানুষ একই কাজ করে আচরণবিধি লঙ্ঘন করল না, আর আমি করলাম? মূল সমস্যা হচ্ছে আমি কেন জিতলাম! এদিকে, গতকাল সংবাদ সম্মেলনে নিপুণ নতুন করে সাধারণ সম্পাদক পদে নির্বাচন দাবি করেছেন। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘দ্বিতীয়বার হারলে আবার তৃতীয়বার নির্বাচন করতে চাইবে।’