পেরুতে প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব লীড
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পর্যটকবাহী ছোট প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচ জন পর্যটক ও দুই জন ক্রু নিহত হয়েছেন। ওই প্লেনে এই সাতজনই ছিলেন। পেরুর বিখ্যাত পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে গিয়ে প্রাণ গেলো তাদের।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নাজকা শহরে এ দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। পুলিশ জানিয়েছে, নিহত সাত আরোহীর মধ্যে তিনজন ডাচ পর্যটক, দু’জন চিলির নাগরিক এবং দু’জন পেরুভিয়ান ক্রু ছিলেন। নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনোজা সাংবাদিকদের জানান, প্লেনটি মাটিতে আছড়ে পড়ে। তারপর আগুন ধরে যায় সেটিতে।
পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেসনা ২০৭ মডেলের হালকা প্লেনটি নাজকা শহরের মারিয়া রিশে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহীই মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট।