ইন্দোনেশিয়ায় নাফিশার হাত ধরে প্রথম পদক বাংলাদেশের
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২২ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস রিপোর্টার : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ পি’র দ্বিতীয় দিনে পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন নাফিশা তাবাসসুম। গতকাল এই ইভেন্টে নাফিসা পদক পেলেও আরেক নারী শুটার সাজিদা হক সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন। দিনের শুরুতে অবশ্য বাংলাদেশের দুই পুরুষ শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান আশা জাগিয়েও ব্যর্থ হন। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন। আর ৬২০.৩ স্কোর করে ষষ্ঠ হয়েছেন রাব্বি। চতুর্থ ধাপে উঠতে পারলে সোনার লড়াইয়ে থাকতে পারতেন নাফিশা। কিন্তু তার আগেই বাদ পড়েন গত বছর বাংলাদেশ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী এই শুটার। শেষ ধাপ পর্যন্ত টিকে থেকে রোমানিয়ার লরা জর্জেলা হয়েছেন প্রথম। আন্তর্জাতিক শুটিংয়ে নতুন নিয়ম অনুযায়ী ফাইনালে লরার স্কোর ৪৯। আর ৪৫.৫ স্কোর করে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার সালসাবেলা খায়রুন্নেসা। বাংলাদেশের নাফিশার স্কোর ৩৭। শুটিংয়ে আগে পদকের লড়াইয়ে শীর্ষ আটজন ফাইনালে খেলতেন। নতুন নিয়মে চারজন করে দুটি সেমিফাইনাল হয়। ওই দুই সেমিফাইনালের শীর্ষ চারজন খেলেন ফাইনালে। অর্থাৎ পদকের লড়াইয়ে থাকেন চারজন। সেই লড়াইয়ে ১০ নম্বর শটের চতুর্থজন বাদ পড়েন। ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় চতুর্থ হওয়া সিঙ্গাপুরের শুটারের স্কোর ১৩ দশমিক ৫। ১৫ নম্বর শটে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাদ পড়েন বাংলাদেশের নাফিশা। এরপর সোনার লড়াই শুরু। প্রতিযোগিতায় বাংলাদেশের সাজিদা হক বাদ পড়েন সেমিফাইনাল থেকে। তার আগে বাছাই-ই পার হতে পারেননি আতকিয়া হাসান দিশা। নাফিশার কল্যাণে মেয়েদের এয়ার রাইফেলে একটি পদক এলেও ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফল আশাব্যঞ্জক নয়। সেমিফাইনাল থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শোভন চৌধুরী ও রাব্বি হাসান। আটজনের মধ্যে শোভন হয়েছেন পঞ্চম, রাব্বি ষষ্ঠ। দ্বিতীয় রাউন্ড থেকে তারা বাদ পড়েন। তৃতীয় রাউন্ডে উঠলে পদকের সম্ভাবনা থাকত। এদিকে ১০ মিটার এয়ার পিন্তল ইভেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের শাকিল আহমেদ। ৫৬৭ স্কোর গড়ে সেমিফাইনাল নিশ্চিত করেন এসএ গেমসে স্বর্ণ জয়ী এই শুটার। আজ ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।