ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা রোমানিয়া হয়ে দেশে আসতে পারবেন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২২ , ৪:৩৮ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে ডেস্ক : ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের রোমানিয়া হয়ে বাংলাদেশে আসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুক্রবার এক ফেসবুক পোস্টে বলেন, ‘ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যারা আছেন তারা রুমানিয়ায় যেতে পারেন।রোমানিয়া সরকার দুই দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।’
রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আরও বিস্তারিত নোটিশ আকারে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে বলে তিনি জানান। এদিকে, রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে একটি হটলাইন নাম্বার দিয়েছে, যেখানে রোমানিয়া বা মলডোভায় আসতে ইচ্ছুক বাংলাদেশিরা যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে +৪০(৭৪২)৫৫৩৮০৯।