আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড মোমেন্টাম ধরে রাখতে চান জ্যোতিরা

মোমেন্টাম ধরে রাখতে চান জ্যোতিরা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২২ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


স্পোর্টস ডেস্ক  : বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের পরবর্তী লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। আর পাকিস্তানের বিপক্ষে প্রাপ্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টের বাকি পথটুকু রাঙাতে চান নিগার। গতকাল হ্যামিল্টনে পাকিস্তানকে হারানোর পর এক ভিডিও বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টে আমাদের মোমেন্টামের প্রয়োজন ছিল যেটা হয়তো আমরা আজকে পেয়েছি। আমরা এই মোমেন্টাম টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই।’ জ্যোতি বলেন, ‘ওয়ার্ল্ড কাপে প্রথম জয়ের আনন্দ আসলে অন্যরকম। এ জয়টা আমাদের অনেক প্রয়োজন ছিল। আর ব্যক্তিগত আমি খুব আনন্দিত। ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ জেতা এবং এই দলের আমি নেতৃত্ব দিয়েছি এ জন্য আমি গর্ব বোধ করছি।’
বিশ্বকাপে প্রথম জয়ে অভিভূত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে জয় শেষে মাঠে মাইক্রোফোন হাতে জ্যোতি বলেন, ‘আমার মনে হয়, অনুভূতি ভাষায় বর্ণনা করতে পারবো না। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’
বাংলাদেশ নারী দলের বোলিং বিভাগের মূল শক্তি স্পিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেও সফল ছিলেন ফাহিমা-রুমানারা। সেদিন ব্যাটিংটা আরেকটু ভালো হলে জয় ধরা দিতে পারতো বাংলাদেশের হাতে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বৈরী আবহাওয়ার কারণে স্পিনাররা ঠিকমতো হাত ঘুরাতে পারেননি। ওই ম্যাচেও হেরে যান জ্যোতিরা। সেরা সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষেই। কারণ, শেষ তিন দেখাতেই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সবগুলোই আবার বিদেশের মাটিতে। নিগার বলেন, ‘আজ (সোমবার) আমাদের স্পিনাররা দাপট দেখিয়েছে। আমরা জানতাম পাকিস্তান ভালো দল। তবে আমরা ওদেরকে কোয়ালিফায়ার ম্যাচেও হারিয়েছিলাম।’ মেয়েদের বিশ্বকাপের এই ম্যাচের আগে ওয়ানডেতে মুখোমুখি ১১ দেখায় ৬-৫ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান।
হ্যামিল্টনের জয়ে হিসাবের খাতায় সমতা আনলেন জ্যোতিরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিগার বলেন, ‘আগেও বলেছি, এখনও বলছি পাকিস্তানের সঙ্গে শুধু আমার নয়, আমাদের দলের সব মেয়ের খেলার জন্য এবং জেতার জন্য একটা ক্ষুধা থাকে। আমরা চেষ্টা করেছি। আমরা বলতাম যে, বোলাররাই আমাদের সব সময় জেতায়, ব্যাটাররাও ওইভাবে অবদান রাখতে পারছে না। কিন্তু এবার বিশ্বকাপে ব্যাটাররা অবদান রাখছে, বোলাররা অনেক বেশি সাপোর্ট দিচ্ছে।’
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাপে ছিলেন নারী দলের ক্রিকেটাররা। তাছাড়া নিউজিল্যান্ডের কন্ডিশনও তাদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। নিগার বলেন, ‘মেয়েরা কঠিন পরিশ্রম করেছে। একটা জয় আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে। আমরা উন্নতি করছি। আমরা জানি, জেতার মতো দল আমরা।’
৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৮ দলের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের পরে ইংল্যান্ড ও পাকিস্তানের অবস্থান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাও টানা তিন ম্যাচ জিতেছে। এছাড়া দুটি করে ম্যাচ জিতেছে ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান, ফিল্ডিং
বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, সালমা ১১*; সান্ধু ৩/৪১)
পাকিস্তান নারী দল: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদ্রা আমিন ১০৪, মারুফ ৩১, ওমাইমা ১০, দিয়ানা ১২; জাহানারা ১/২০, সালমা ১/২৯, রুমানা ২/২৯, ফাহিমা ৩/৩৮)
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী
ম্যাচসেরা: ফাহিমা খাতুন।