আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব জাপানে ভূ-কম্পনে নিহত ৪, বিদ্যুৎবিহীন হাজার হাজার বাড়ি

জাপানে ভূ-কম্পনে নিহত ৪, বিদ্যুৎবিহীন হাজার হাজার বাড়ি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২২ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  জাপানের উত্তরপূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূ-কম্পনে অন্তত ৪ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের ১০ ঘণ্টা পার হয়ে গেলেও এ অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এ ভূমিকম্প ৭ দশমিক ৪ মাত্রায় সংঘটিত হয়। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ভূ-কম্পনে ৪ জনের মৃত্যু হয়েছে ও পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী আঘাতের সম্ভাবনা থাকায় তার সরকার উচ্চ সতর্কাবস্থায় থাকবে। ভূ-কম্পনে অন্তত ১০৭ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ২০১১ সালের ১১ মার্চ ফুকুশিমায় প্রলয়ঙ্করী ভূকম্পন হয়েছিলো। সেই ভূ-কম্পন ও তৎপরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ প্রাণ হারায়।
ডি- এইচএ