আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২২ , ৪:৪৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সন্ধ্যায় তিনি মুক্তি পান। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, গত বছরের ২১ সেপ্টেম্বর শামিমা নাসরিনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মঙ্গলবার তার জামিনে মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।

টাকা নিয়ে সঠিক সময়ে পণ্য না দেয়ার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক। সে মামলায় সে দিনই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডেও নেয়া হয়। সেই থেকে কারাগারে ছিলেন শামীমা নাসরিন। বুধবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।