আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১১

তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১১


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২২ , ৩:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ অন্ততপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির আলাদা আলাদা প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে। এছাড়া আহত আরও তিনজনকে চিকিৎসার জন্য থানজাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে নিহতদের মধ্যে ৩ জন বালক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরেকদিকে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলেই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথযাত্রায় প্রাণ হারান কমপক্ষে ১১ জন।

পুলিশ কর্মকর্তারা আরও জানায়, মন্দিরের পালকিটি ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়। ঐসময় কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয় আর তাতেই হতাহতের ঘটনা ঘটে।