আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ভেঙে যাওয়া সেতু দ্রুত পুনর্নির্মিত হবে: এমপি কিরন

ভেঙে যাওয়া সেতু দ্রুত পুনর্নির্মিত হবে: এমপি কিরন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২২ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জেলা প্রতিনিধি নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয় সরকার বিভাগের ভেঙে যাওয়া সেতুটি অতিদ্রুত পুনর্র্নিমাণ করা হবে বলে জানিয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন। তিনি শনিবার (৭ মে) বিকেলে বেগমগঞ্জের শরীফপুর ও একলাশপুরের সীমান্ত হাসানহাটের ভেঙে যাওয়া সেতু এলাকা পরিদর্শন করেন। এমপি কিরন বলেন, সেতুটি ওই এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি অনেক পুরোনো ছিল। এছাড়া খাল খননের পর সেতুর গোঁড়ায় মাটি সরে গিয়ে তা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন অতিদ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে। বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভেঙে যাওয়া সেতুটি সাপোর্টিং রুরাল ব্রিজ (সাপআরবি) প্রকল্পের মাধ্যমে নতুন ব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে। সংসদ সদস্যের সহযোগিতায় এটি জরুরি ভিত্তিতে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সিদ্দিকী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার (৭ মে) দুপুরে একলাশপুর ও শরীফপুরের সীমান্তে হাসানহাট সংলগ্ন নোয়াখালী খালের একমাত্র ব্রিজটি বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ে যায়। এতে জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসানহাট, শরীফপুর ও কাদিরপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।