ইউক্রেনে স্কুলে বোমা হামলা, ৬০ জন নিহতের শঙ্কা
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২২ , ২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের একটি স্কুলে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন ৯০ জন। রবিবার লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, স্কুলে আশ্রয় নেওয়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আহত। টেলিগ্রাম বার্তায় তিনি জানান, ‘ধ্বংসস্তূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি রুশ বিমান বিলোহোরিভকা গ্রামের স্কুলে বোমা ফেলে। ঘটনাটি ঘটে, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার ৪টা ৩৭ মিনিটে। আগুন নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। সম্ভবত ভবনটির ধ্বংসাবশেষের নিচে থাকা ৬০ জন মারা গেছেন।’ স্কুলে বোমা হামলা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। লুহানস্কে সম্প্রতি হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের অভিযোগ, বেসামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে শত্রু পক্ষ। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়ার অভিযানে হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সূত্র: সিএনএন