খুলনায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৮
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২২ , ৪:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
খুলনা প্রতিনিধি ; খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের আলী ওসমান এবং খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক। এর মধ্যে আলী ওসমান ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ এবং আব্দুল খালেক গাছ কাটা শ্রমিক। বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া।
স্থানীয়রা জানান, বুধবার সকালে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। একইসাথে আহত হন অন্তত আট জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।