ভারতে সাড়ে চার দিনেরও কম সময়ে ৭৫ কিমি রাস্তা তৈরির নজির
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২২ , ৪:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
ডেস্ক : অবিশ্বাস্য কম সময়ে ভারতে ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তার সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী এ খবর জানিয়েছেন। এত দীর্ঘ পথ এত কম সময়ে তৈরির করার নজির আর নেই। বুধবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
ভারতের মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী জেলার মাঝখানে ৭৫ কিলোমিটার পথ নির্মাণ করা হয়েছে সাড়ে চার দিনেরও কম সময়ে। এ দীর্ঘ পথ তৈরি করতে নির্দিষ্টভাবে ১০৫ ঘণ্টা ৩৩ মিনিট সময় লেগেছে বলে উল্লেখ করেছেন নিতিন।
বিটুমিন কংক্রিটের তৈরি এই রাস্তা দু’টি লেনের একটি পূর্ণাঙ্গ রাস্তার একাংশ। এ রাস্তা তৈরি করতে অত্যাধুনিক যন্ত্রের সাহায্য নেয়া হয়েছে। এ রাস্তা নির্মাণের বরাত পেয়েছিল রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদম। সংস্থা দু’টির পাশাপাশি এনএইচএআই কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী।