রশ্মিকার ডায়েট
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২২ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
দিনের শেষে ডেস্ক : রশ্মিকা মন্দানা ইদানিং নিরামিষ খাবার খান এবং শসা, আলু, ক্যাপসিকাম এবং টম্যাটোর মতো সবজিতে তাঁর অ্যালার্জি ধরা পড়েছে। অভিনেত্রী এক গ্লাস গরম জল দিয়ে দিন শুরু করেন এবং এখন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী অ্যাপল সাইডার ভিনিগার খান। তিনি নিজেকে হাইড্রেটেট রাখতেও ভোলেন না। দক্ষিণ ভারতের বাসিন্দা হওয়ায় তিনি দুপুরের খাবারে ভাত বাদ দিয়ে দক্ষিণী খাবারই পছন্দ করেন এবং রাতের খাবারে সবজির স্যুপ অথবা ফল খেতে ভালোবাসেন।