আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো

দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২২ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা


নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর থেকে দিন দিন বেড়েই চলেছে শনাক্তের সংখ্যা। সবশেষ যা ২০ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ২৭৯ জনে। আর এ ভাইরাসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৬ জনে। আর মোট ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন সুস্থ হয়েছেন।

এছাড়া মহামারির শুরু থেকে দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৬৮ হাজার ৬৩৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৬৯ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।