আজকের দিন তারিখ ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা আর্থিক সহায়তা পেলো আমিরাতে বন্যায় মারা যাওয়া সাজ্জাদের পরিবার

আর্থিক সহায়তা পেলো আমিরাতে বন্যায় মারা যাওয়া সাজ্জাদের পরিবার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২২ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে প্রতিবেদক :  আরব আমিরাতে বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত। বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

চট্টগ্রামের বোয়ালখালীর সাজ্জাদসহ সম্প্রতি আমিরাতে বিভিন্ন কারণে মারা যাওয়া আরও ৮ জন প্রবাসীর কাছে আত্মীয়র মাধ্যমে তাদের পরিবারকে দুবাই কনস্যুলেট এ আর্থিক সহায়তা দেন। এসময় উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

উল্লেখ্য গত ২৮ জুলাই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বন্যার তোড়ে ভেসে গিয়ে মারা জানা সৈয়দ মোহাম্মদ সাজ্জাদ (৩৬), তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী গ্রামের সৈয়দ মোহাম্মদ ফরিদের ছোট ছেলে।