ইসলামিক সলিডারিটি গেমসে পদক নিশ্চিত হলো বাংলাদেশের
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২২ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড
দিনের শেষে প্রতিবেদক : তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে একটি পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। নারী দলগত আর্চারির কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছে। ফাইনালে স্বাগতিক তুরস্কের সঙ্গে খেলবে বাংলাদেশ। আগামী ১৭ আগস্ট বাংলাদেশ স্বর্ণের জন্য লড়বে। এই ইভেন্টে দলে রয়েছেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান। কম্পাউন্ড নারীতে ১০ জন আর্চার অংশগ্রহণ করেছেন। স্বাগতিক তুরস্ক ও বাংলাদেশের ৩ জন করে আর্চার ছিলেন। তবে বাকি দেশগুলোর নারী কম্পাউন্ডে ৩ জন না থাকায় মূলত নারী দলগত ইভেন্টে শুধু বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বর্ণের লড়াই হবে। আর দুইয়ের অধিক দল না থাকায় ব্রোঞ্জ পদক লড়াই অনুষ্ঠিত হবে না। এদিকে নারী ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে কোয়ার্টারে উঠেছেন শ্যামলী রায়। কম্পাউন্ডে বাংলাদেশের আরেক আর্চার জামান পুষ্পিতা মালয়েশিয়ার হালিম নুরের সঙ্গে খেলবেন প্রি কোয়ার্টারে। যেখানে আজ দুপুরে রিকার্ভ নারী ইভেন্টে দিয়ারা ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টে খেলবে বাংলাদেশ।