আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পুতিনের ঘোষণার পর ২ লাখেরও বেশি রাশিয়ানের সেনাবাহিনীতে যোগদান

পুতিনের ঘোষণার পর ২ লাখেরও বেশি রাশিয়ানের সেনাবাহিনীতে যোগদান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২২ , ৫:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২১শে সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা করার পর থেকে ২ লাখেরও বেশি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করেছে। মঙ্গলবার একটি টেলিভিশন সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। শোইগু বলেন, নতুন করে যারা সেনাবাহিনীতে যোগদান করেছে তাদের ৮৬টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

শোইগু মঙ্গলবার দাবি করেছেন, সামরিক ও নৌবাহিনীর কমান্ডাররা নিযুক্তদের দ্রুত যুদ্ধের জন্য খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। তিনি তাদের যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন অফিসারদের নির্দেশনায় সাথে অতিরিক্ত প্রশিক্ষণ পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণ এবং লড়াইয়ের জন্য প্রস্তুতির পরেই সংঘবদ্ধ রাশিয়ানদের যুদ্ধের অঞ্চলে পাঠানো হবে।

উল্লেখ্য, ইউক্রেনে মস্কোর বাহিনীর একের পর এক সামরিক বিপর্যয়ের পর নতুন করে ৩ লাখ সেনা নিয়োগের ঘোষণা দেন পুতিন।