বিশ্বকাপে মাহমুদুল্লাহ-মুশফিক থাকলে ভালো হতো: তামিম
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২২ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : দল ঘোষণার আগে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহীম। আর মাহমদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপের স্কোয়াডেই রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, বিশ্বকাপ দলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার থাকলে ভালো হতো। শুক্রবার ঢাকার এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘যে দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো।’ অফফর্মের কারণে অবসরে গেছেন মুশফিক। একই কারণে দলের জায়গা হয়নি মাহমুদুল্লাহর। অথচ কিছু দিন আগেও টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন তিনি। নতুন সুযোগ পাওয়া ক্রিকেটাররা যে আহামরি ফর্মে রয়েছেন তা কিন্তু নয়। যার প্রমাণ মিলেছে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে। কিংবা তার আগে আরব আমিরাত সফরেও চোখে পড়ার মতো পারফর্ম করতে পারেনি কেউ।
পারফরম্যান্স যদি একই ধাঁচের হয় তবে কেন বাদ দেয়া হলো অভিজ্ঞ মাহমুদুল্লাহকে? তামিম বলেন, ‘যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’
মুশফিক-রিয়াদদের মতো বিশ্বকাপ খেলবেন না তামিম ইকবালও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন তিনি। দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে বিশ্বকাপে টাইগারদের ইনিংস শুরু করবে নতুন কোনো জুটি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ইনিংস উদ্বোধন করেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। তবে পরীক্ষায় পাশ করতে পারেননি তারা। পাকিস্তানের বোলারদের দাপটে মাত্র ২৫ রানে ভেঙে যায় টাইগারদের ওপেনিং জুটি। মিরাজ-সাব্বির কেউই পুরোদস্তুর ওপেনার নন। তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, যারা নিয়মিত ওপেন করে তাদেরই করা উচিত।’
তবে মিরাজ-সাব্বিরকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্তের বিরোধিতা করছেন না তামিম, ‘এটাকে আমি ভুল বলতে পারব না। ধরেন রোহিত শর্মা, সে কিন্তু ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার। রোহিত তো পাঁচ-ছয়ে ব্যাট করতো। এখন ওপেন করে তার ২৫টা সেঞ্চুরি। তাই আমি কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না। তাদের সময় দিন।’