ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অভিযোগে ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের মধ্যেই এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো। রোববার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান। এর আগে চলতি বছরের মে মাসে সাজা কার্যকর হওয়া চারজনকে গ্রেপ্তার করে ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন ইরানের সুপ্রিম কোর্ট। সূত্র: বিবিসি।