বিচার পাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২২ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : দেশের মানুষের বিচার পাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা বিচার করবেন এবং যারা বিচার চাইতে আসেন তারা যেন সবাই একটা সুষ্ঠু পরিবেশ পায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কারণ ভালো পরিবেশ পেলে ভালো চিন্তা মাথায় আসে। বাংলাদেশের মানুষ যাতে আইনের শাসন পায়, সঠিক বিচার পায় এজন্য তাদের স্বার্থে জুডিশিয়ার সার্ভিসে যা যা করণীয় আমরা তাই করবো।
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আইনের কার্যক্রম সহজ করার জন্য এবং আইনী শিক্ষা প্রসারের জন্য একটি আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনে যারা আছেন তাদের আবাসিক সংকট দূর করার জন্যও কাজ করা হচ্ছে। তিনি বলেন, আমার বাবা-মায়ের হত্যার বিচারের জন্য আমাকে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। আমার উপর বার বার আঘাত এসেছে। তারপরও আমি বেঁচে আছি। মনে হচ্ছে আল্লাহ আমাকে এই দিনগুলো দেখাবে বলেই বাঁচিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, যতবার আমার উপর আঘাত এসেছে ততগুলো মামলাও আমি করতে পারিনি। অনেকে ক্ষেত্রে মামলা করার সুযোগ ছিল না। বিএনপি-জামায়াতের আমলে আমরা মামলা করতে পারিনি। শেষ পর্যন্ত এত বছর পরও যে আমি বিচার পেয়েছি সেটাই আমার কাছে বড়। তিনি বলেছেন, উচ্চ আদালতে বিচাপতি খায়রুল হক এবং বিচারপতি তোফাজ্জল সাহেব রায় দিয়েছিলেন বলেই আমরা সেই রায় কার্যকর করতে সক্ষম হয়েছিলাম। আদালতে রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাটা প্রবর্তন করা সম্ভব হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরকারপ্রধান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও অনেক বাধা-বিঘ্ন হয়। শুধু দেশে না, অনেক বড় বড় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই বিচারের অনেক বাধা দেওয়ার চেষ্ট করে। আবার কেউ কেউ তো সরাসরি আমার সঙ্গে টেলিফোনে কথাও বলে। এই ধরনের চাপ কিন্তু সব সময় ছিল, তারপরও যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।