বিএনপি সংসদীয় গণতন্ত্রে আস্থাশীল না: মতিয়া
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দিনের শেষে প্রতিবেদক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, তারা সংসদীয় গণতন্ত্রের ওপর খুব একটা আস্থাশীল বলে মনে হয় না। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি সুরঞ্জিত সেনগুপ্তের উদাহরণ দিয়ে বলেন, ‘১৯৭১ সালের পরে যে পার্লামেন্ট কন্টিনিউ করছে, সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত একা হয়েও ভূমিকা রেখেছেন। যতক্ষণ উনি কথা বলতে চাইতেন, বঙ্গবন্ধু কিন্তু তাকে সেই কথা বলতে দিয়েছেন। নাহলে উনারা পারতেন না জনগণের বক্তব্য পৌঁছে দিতে।’
‘জনগণের ভোট নিয়ে, প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করাটা কোনো সমুচিত কাজ নয়। উনারা চলে যাওয়ার আগে কি যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন যে, আমরা পদত্যাগ করছি?’ সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মতিয়া চৌধুরী।
তিনি বলেন, আমরা যখন রাজনীতিতে পা রেখেছি, তখন আমাদের সমস্ত ভূবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং শ্রদ্ধার জায়গা রাখে। এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।