আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফের পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ

ফের পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আবারও পুরনো দায়িত্বে ফিরলেন হারুন রশিদ। সাবেক এই ক্রিকেটারকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শাহিদ আফ্রিদির স্থলাভিষিক্ত হবেন তিনি। সংবাদ সম্মেলনে সোমবার এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, নতুন নির্বাচক কমিটির বাকিদের নাম পরে জানানো হবে। এর আগেও দায়িত্বটি পালন করেছেন ৬৯ বছর বয়সী হারুন। ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন হারুন। নির্বাচক ছাড়াও পিসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক ও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন দায়িত্ব নিতে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির সদস্য পদটি ছাড়তে হবে হারুনক। রমিজ রাজার জায়গায় পিসিবি প্রধানের দায়িত্ব পেয়ে মোহাম্মদ ওয়াসিমের পুরনো নির্বাচক কমিটি ভেঙে দেন নাজাম শেঠি। পরে গত ২৪ ডিসেম্বর আফ্রিদিকে প্রধান করে নিউ জিল্যান্ড সিরিজের জন্য তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি দেওয়া হয়।