আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভূমিকম্পের ৩ সপ্তাহ পর ধ্বংস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভূমিকম্পের ৩ সপ্তাহ পর ধ্বংস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার মারাত্মক ভূমিকম্পের তিন সপ্তাহ পর একটি ধসে পড়া ভবন থেকে উদ্ধারকারীরা একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছে। স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মধ্য তুরস্কে স্থানীয় পৌরসভার কর্মীরা বুধবার আলেক্স নামের কুকুরটিকে উদ্ধার করে এবং আন্তাক্যা শহরের প্রাণি সুরক্ষা সংস্থা হায়তাপের কাছে পৌঁছে দেয়। বার্তা সংস্থা ডিএইচএ’র একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা দুটি বড় কংক্রিটের স্ল্যাবের মধ্যে গিয়ে আটকে পড়া কুকুরটিকে ডাকছেন। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের একটি ছোট গর্তের মধ্যে কুকুরটি বসে ছিল। এসময় একজন উদ্ধারকারী কুকুরটিকে ডাকছিলেন, ‘আলেক্স, আসো, আমার প্রিয়।’

তারপরে চিত্রগুলিতে দেখা গেছে, উদ্ধারকারীরা কুকুরটিকে আলিঙ্গন করছে। কুকুরটিকে সতর্ক এবং সুস্থ দেখা গেছে। অলৌকিক এই উদ্ধারের পরে এক উদ্ধারকারী বলেছেন, ‘প্রত্যেক জীবিত জিনিসই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, মানুষ বা প্রাণি।