আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ধূমপান করে সমালোচনার মুখে অনন্যা

ধূমপান করে সমালোচনার মুখে অনন্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৩ , ৪:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আগত অতিথিরা যে যার মতো ব্যস্ত। অনেকে আলাদা আলাদা গ্রুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। তাদের মাঝে এক তরুণী দাঁড়িয়ে ধূমপান করছেন। এই তরুণী অন্য কেউ নন, বরং বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে এমন রূপে দেখা গেছে এই অভিনেত্রী।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৪ মার্চ) অনন্যার খালাত বোন অ্যালেনা পাণ্ডের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অনন্যা। সেই অনুষ্ঠানে ধূমপান করার সময়ে ক্যামেরাবন্দি হন এই নায়িকা। বিয়ের অনুষ্ঠানে অনন্যাকে ধূমপান করতে দেখে তা ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বরং তাকে নিয়ে কড়া সমালোচনা করছেন। অনেকে তাকে নিয়ে ট্রলও করছেন। একজন লিখেছেন— ‘অনন্যা ধূমপান করেন তা কখনো প্রত্যাশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘অনন্যা দেখতে সুন্দর, তার ঠোঁট দুটোও চমৎকার। বিশ্বাস করতে পারছি না সে ধূমপায়ী।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকার অর্থে আমি বিস্মিত! বাহ্যিকভাবে যা দেখা যায়, আসলে তা সত্যি নয়।’

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পাণ্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।